জেজু আইল্যান্ড
দক্ষিণ কোরিয়ার পাহাড়-পর্বতবেষ্টিত একটি দ্বীপ হচ্ছে জেজু আইল্যান্ড। ধারণা করা হয় এই দ্বীপটি একটি আগ্নেগিরির পরিত্যক্ত জ্বালামুখ, যা পরে দ্বীপে রূপান্তরিত হয়েছে। কথিত আছে দুই মিলিয়ন বছর আগে অর্থাৎ টারসিয়ারি যুগে এই উপত্যকার সৃষ্টি আগ্নেয়গিরির জ্বালামুখ থাকায় এখানে বিংশ শতাব্দী এমনকি একুশ শতকেও স্থানীয় আদিবাসী ছাড়া সাধারণ মানুষের পদচারণা ছিল না। তবে বর্তমানে বেশ পরিপাটি এবং আধুনিক। ১৭৫ কিলোমিটার আয়তনের এই দ্বীপে রয়েছে এয়ারপোর্ট। এখানে রয়েছে হাল্লাসান পর্বতমালা, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৪০০ ফুট। এই দ্বীপের ১২ ভাগই বনাঞ্চল। সমুদ্রের মাছ এবং এই বনাঞ্চলই স্থানীয়দের ভরসা। এখানে এখন পর্যন্ত কোনো কৃত্রিমতার ছাপ পড়েনি। প্রকৃতির এক অপার সৌন্দর্যের আধার। সমুদ্রের ভেজা বাতাস আচ্ছন্ন করে রাখে পুরো দ্বীপটিকে। এ জন্য দ্বীপটি ওয়েট ল্যান্ড হিসেবেও বিবেচিত।
সূত্রঃ ইন্টারনেট