জীবন্ত ফসিল শিলাকান্ত মাছ ডাইনোসর যুগের জীবিত প্রানী
শিলাকান্ত মাছ (Latemaria chalumnae ) ডাইনোসর যুগের একমাত্র জীবিত জীবকে যা জীবিত ফসিল নামে পরিচিত। যে কিনা তার স্তরের ও যুগের প্রাণীদের মধ্যে বেশিদিন বেঁচে থাকা প্রাণী। এরা সমুদ্রের গভীরে নিরুপদ্রবভাবে বিচরণ করে বেড়াচ্ছে। প্রথম খোজ পাওয়ার পর থেকে ভারত মহাসাগরের বিভিন্ন জায়গা থেকে শিলাকান্ত বা ল্যাটিমারিয়া চালুমনেই সীমিত আকারে পাওয়া যায়। কেউ জানেনা ঠিক কতগুলো শিলাকান্ত ভারত মহাসাগরে আছে কারন এরা প্রায় বিরল এবং সমুদ্রের অতি গভীরে এরা বিচরন করে বিধায় কেবলমাত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন সাব মারসিবল ক্যামেরা দ্বারা এদের ছবি পাওয়া যায়। ২০০০ সালে একবার এদের ছবি পাওয়া যায় আর মাঝখানে অনেকদিন পর ২০১০ সালে আবার ছবি পাওয়া যায়। এর পাখাগুলো চতুস্পদী প্রানীদের পূর্ববর্তী পর্যায়ের মতো। বর্তমানে মাত্র দুই প্রজাতির শিলাকান্ত পাওয়া গেছে।শিলাকান্ত’র আরও কয়েকটি ইউনিক বৈশিষ্ঠ্য আছে। যেমন:
১) একমাত্র মাছ যার লেজের শেষপ্রান্তে আরেকটা ছোট বাড়তি লেজের অংশ বা লোব আছে।
২) ডিম পাড়ে না। পূর্ন বয়স্ক বাচ্চা প্রসব করে।
৩) সাঁতার কাটার সময় চতুস্পদী প্রাণীদের মত ডান ডরসাল ফিন আর বাম রেকটোরাল ফিন একসাথে মুভ করে। আবার বাম ডরসাল ফিন আর ডান রেকটোরাল ফিন একসাথে মুভ করে।
ছবি ও তথ্য সংগ্রহে- ফয়সাল হাসান।