জিরো টু ইনফিনিটি – বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১৩
বিশ্ব মহাকাশ সপ্তাহ। অক্টোবর ০৪ থেকে ১০ তারিখ। জাতিসংঘের মতে মহাকাশ নিয়ে সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত সবচেয়ে বড় উৎসবের নাম। এবারের প্রতিপাদ্য বিষয় ‘মঙ্গলে বিচরণ আর পৃথিবীকে জানা’ (Exploring Mars, Discovering Earth). সারা বিশ্বের মত বাংলাদেশেও এই সপ্তাহকে সামনে রেখে নানা কার্যক্রম হাতে নিয়েছে মাসিক বিজ্ঞান সাময়িকী ‘জিরো টু ইনফিনিটি’ কর্মসূচির মধ্যে থাকছে অনলাইনে কুইজ প্রতিযোগিতা।
প্রতিযোগিতার বিষয় গ্রহবিজ্ঞান, রাতের আকাশ, রকেট সায়েন্স ইত্যাদি। ৪ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় যে কোন বয়সের উৎসাহী যে কেউই অংশগ্রহণ করতে পারবে। জিরো টু ইনফিনিটির অফিসিয়াল ওয়েবসাইটেই অংশগ্রহণ করা যাবে এই কুইজে।
ঠিকানাঃ http://bn.zero2inf.com/worldspaceweek আশা করা যাচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫,০০০ ছাড়িয়ে যাবে। প্রতিযোগিতার সেরা ১০০ জনকে দেয়া হবে মহাকাশ বিষয়ক বিভিন্ন বই। সপ্তাহের শেষ দিন থাকছে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প। ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে। রাতের আকাশ ভালোবাসেন এমন সকলেই থাকতে পারবেন এই ক্যাম্পে।
পুরো উৎসবের সহযোগিতায় থাকছে – ওয়ার্ল্ড স্পেস উইক, রকমারি ডট কম, ছায়াবীথি প্রকাশন, শুদ্ধ্বস্বর প্রকাশন, বিশ্ব সাহিত্য ভবন, অনুসন্ধিৎসু চক্র, ডেইলি সান, দৈনিক বর্তমান, বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং এস্ট্রোনমি স্কুল।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক