ছোট নাটাবটের
ছোট নাটাবটের বা ছোট লাওয়া (Turnix sylvatica) ( ইংরেজি Kurrichane Buttonquail) টার্নিসিডি গোত্র বা পরিবারের অন্তর্গত Turnix (টার্নিক্স) গণের অন্তর্গত এক প্রজাতির ছোট ভূচর পাখি। এরা বাংলাদেশের স্থানীয় পাখি । বর্তমানে বাংলাদেশে এদের অবস্থান বিরল । এককালে এদের বাংলাদেশের ঢাকা অঞ্চলে দেখতে পাওয়া যেত । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্তবলে ঘোষণা করেছে। বাংলাদেশে এই প্রজাতির অবস্থা সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য নেই । বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
ছোট নাটাবটের আকারে ছোট হয় । এদের দৈর্ঘ্য ৫.৯ ইঞ্চি হয়ে থাকে । ছোট নাটাবটের দেখতে অনেকটা পাতি বটেরা । এদের পুরুষ ও স্ত্রী উভয় প্রজাতি দেখতে একই । এদের দেহের উপরের অংশ বাদামী রঙের হয় । ঠোঁট সরু ও চিকন । এদের গায়ে কালো ছোপ ছোপ দাগ দেখা যায় । অপ্রাপ্তবয়স্ক পাখিদের গায়ে ছোপ বেশি দেখা যায় ।
ছোট নাটাবটের খুবই চঞ্চল পাখি । তাই এদের সহজে দেখা যায় না । এরা উড়া থেকে দৌড়াতে বেশি পছন্দ করে । এদের শুষ্ক ঘাসের জমি ও গভীর জঙ্গলে দেখতে পাওয়া যায় । এরা সাধারনত অগভীর জঙ্গল ও পাহাড়ি এলাকা এড়িয়ে চলে । এরা ঠুকরে খাবার সংগ্রহ করে । খাবার তালিকায় থাকে বিভিন্ন বীজ ও পোকামাকড় ।
এই প্রজাতির প্রজনন মউসম শুরু হয় জুন থেকে এবং শেষ হয় সেপ্টেম্বরে । স্ত্রী পাখি জমিতে বাসা বানায় । প্রাকৃতিকভাবে গর্ত আছে এমন জমিতে এরা বাসা বানায় । এই বাসাগুলো বড় বড় ঘাস দিয়ে ঢাকা থাকে । স্ত্রী পাখি ৪ টি ডিম পাড়ে । ডিমগুলো দেখতে চকচকে ধূসর । বাবা পাখি ডিমগুলোতে তা দেয় এবং ছানাদের প্রতিপালন করে । বাচ্চারা জন্মের পরপরই দৌড়াতে শুরু করে ।