ছবির ফ্রেমে দেশের প্রথম বাদুড় গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা……
গত ২৩ থেকে ২৫ জানুয়ারি চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হয়ে গেলো বাদুড় সংরক্ষণ ও গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাতটি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এবং প্রখ্যাত বাদুড় গবেষক ও ফ্লোরা অ্যান্ড ফোনা ইন্টারন্যাশনাল’এর একাডেমিক প্রোগ্রামের প্রধান, ড. নেইল ফারের নির্দেশনায় তরুণ শিক্ষার্থীরা বাদুড় সম্পর্কে জেনেছেন ,জেনেছেন এর গবেষণা ও সংরক্ষণের প্রয়োজনীয়তাও। CCINSA, Zoo Outreach Organization, Bat Conservation International, CVASU,Chester Zoo, UK, Group for Conservation and Research of Bat and One Health Young Voice, এর সহযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম বাদুড় সংরক্ষণ ও গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা। তিনদিন ব্যাপী চলা কর্মশালার পুরো চিত্রটি তুলে ধরা সম্ভব না হলেও , এর বিশেষ কিছু মুহূর্ত environmenmove.com এর পাঠকদের জন্য তুলে ধরছি। স্লাইড শো দেখতে যেকোনো ছবিতে ক্লিক করুন।