গুলি করে 'ইয়েতি' হত্যা!! অতঃপর মৃতদেহ গায়েব

ইয়েতির নাম হয়ত আমরা সবাই কম বেশি শুনেছি। এই ইয়েতি নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। আজও এই ইয়েতি রহস্যের কোন সুরাহা হয়নি। এমনকি গুলি করে হত্যা করার পরেও ইয়েতির উপস্থিতি রহস্যাবৃতই রয়ে গেছে। শুনে অবাক হচ্ছেন তো?

Bigfoot-in-Pennsylvania-1922095
এটি সেই বিশাল পায়ের ছাপ !

সম্প্রতি ১ টি গুজব ছড়িয়েছে যে একজন শিকারি প্রায় ১০ ফুট লম্বা ১ টি জন্তুকে গুলি করে হত্যা করেছে। পেনসিলভানিয়ার গ্রামীণ এলাকা থেকে একজন ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে ব্যাপারটা জানায়। পরবর্তীতে অনুসন্ধান করে সেখানে ১ টি বিশাল পায়ের ছাপ পাওয়া যায়।

Conspiracy Theorist, কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, আর্মির সহযোগিতায় কতৃপক্ষ বিশাল পায়ের ছাপের জন্তুটির মৃতদেহ সরিয়ে ফেলেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, পায়ের ছাপটি ছিল ১ টি বড় ভাল্লুকের।

থমাস রজার, যিনি প্রায় ২৪ বছর ধরে ইয়েতি নিয়ে গবেষণা করেছেন,তিনি কতৃপক্ষের দিকে ইঙ্গিত করে বলেছেন, ” নিশ্চিতভাবেই তারা কিছু জানেন। কিন্তু, তারা আমাদের অন্ধকারে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা কোন প্রমান না পাবো, ততক্ষন ‘ইয়েতি রহস্য’ রহস্যই থেকে যাবে।

১৪ ই মে গুজবটি ছড়িয়ে পরলে জন উইনসিকেল পায়ের ছাপটি প্রথম আবিষ্কার করেন। ৯১১ নম্বরে ফোন করার পর অপারেটর স্থানীয় পুলিশকে বিষয়টি তদন্তের জন্য জানান।

পুলিশ অনুসন্ধান শুরু করার ঘণ্টা খানেকের মাঝে পেনসিলভানিয়া বিগফুট সোসাইটির কাছে ১ টি মেইল এসে পৌঁছে। আগ্রহী বেক্তি মেইল এ জানান যে , পুলিশ নিশ্চিত করেছে  একটি অপরিচিত প্রাণীকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্যাপারটি এই মুহূর্তে খুবই ঘোলাটে।

এর ঠিক ৪০ মিনিট পর আরেকটি অদ্ভুত মেইল এসে পৌঁছে। সেখানে লেখা ছিল, চারটি আর্মি অ্যাপাচি হেলিকপ্টারকে ঐ এলাকার দিকে উড়ে যেতে দেখা গেছে।

পুলিশ অফিসার ক্রিস্টোফার সোআর্ট জ পায়ের ছাপটি পর্যবেক্ষণ করে জানান যে, পায়ের ছাপটি ১ টি বড়-সড় ভাল্লুকের। ক্রিস্টোফার তার রিপোর্টে উল্লেখ করেন যে, তার কথা শুনে জন উইনসিকেল মোটেই খুশি হতে পারেন নি। জনের দাবি, এটি অবশ্যই ইয়েতির পায়ের ছাপ।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics