ক্যামোফ্লাজঃ প্রাণিজগতের আসাধারণ এক কৌশল বা হাতিয়ারের নাম
ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ প্রকৃতির অনেক প্রয়োজনীয় একটি কৌশল। এই কৌশলের ফলেই প্রকৃতির অনেক জীবণ টিকে আছে লক্ষ লক্ষ বছর ধরে। এই কৌশল যেমন ক্ষুদ্র পোকামাকড় রপ্ত করেছে তেমনি রপ্ত করেছে বৃহৎ স্তন্যপায়ী নীলতিমি পর্যন্ত। কিছু প্রাণি এই ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ ধরে যেমন শত্রুর চোখে ধুলো দেয় আত্মরক্ষার জন্য তেমনি অনেক প্রাণি এই ছদ্মবেশের সাহায্যে তার শিকারকে ধুলো দেয় এবং হত্যা করে খাবারে পরিনত করে।
এই ক্যামোফ্লাজ এর সাহায্যেই প্রকৃতির নিষ্ঠুর প্রতিযোগিতায় টিকে থাকে অনেক প্রানী। কোন কোন প্রাণী তার শরীরের রঙ পরিবর্তন করেছে, কেউ বিভিন্ন ডোরাকাটা দাঘ, ছোপ বা রঙয়ের মিশ্রণ ব্যবহার করে। কেউ তার আকার পরিবর্তন করেছে, কেউ প্রকৃতির বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে এই ছদ্মবেশ ধারন করে। কি করে এই এই কৌশল বিভিন্ন প্রজাতি নিজেদের মত ব্যবহার করতে শিখেছে তা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে।
কিছু কিছু ছদ্মবেশ এতই সূক্ষ হয় যে তাদের খুজে পাওয়াও অনেক মুশকিল। ছবিগুলি দেখেই বুজা যায় প্রাণিজগতের ছদ্মবেশ কত বৈচিত্রময় হতে পারে। ছবিগুলি ইন্টারনেট থেকে সংগ্রহ করা।
মাইন রানা