কুঁজো ডলফিনের নতুন প্রজাতির সন্ধান লাভ
মাহবুব রেজওয়ান
প্রাণীজগতের বিচিত্র সম্ভারে ভরপুর আমাদের এই পৃথিবী। সুউচ্চ পর্বতের চূড়া থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে কত বিচিত্র প্রাণী! বিজ্ঞানের উৎকর্ষতার সাথে সাথে বর্তমানে বিজ্ঞানীরা অনেক নতুন প্রজাতির সন্ধান লাভ করছেন। তারই ধারাবাহিকতায় বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুঁজো ডলফিনের( humpback dolphins) একটি নতুন প্রজাতির সন্ধান লাভ করেছেন।
ওয়াইল্ডলাইফ কনসারভেশন সোসাইটি (WCS) এর ডিরেক্টর হাওয়ার্ড রসেনবাম বলেন, অনেক বছর ধরেই কুঁজো ডলফিনের প্রজাতি সম্পর্কে একটি বিভ্রান্তি ছিল। তবে সঠিক প্রমাণ না থাকায় কেবল দু’টি প্রজাতি সম্পর্কে তারা নিশ্চিত হতে পেরেছিলেন। যার একটি আটলান্টিক কুঁজো ডলফিন এবং আরেকটি ইন্দো-প্রশান্ত কুঁজো ডলফিন।
রসেনবাম ও তার দল সম্প্রতি আবারও গবেষণা শুরু করেন এই পুরনো বিতর্কিত বিষয়টি নিয়ে। দলটি পশ্চিম আফ্রিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে কাজ শুরু করেন।
ওয়াইল্ডলাইফ কনসারভেশন সোসাইটি (WCS) এর লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ডিরেক্টর মারটিন মেনডেজ এবং তার দল সংগৃহীত নমুনাগুলোর DNA উভয় দিক থেকে বিশ্লেষণ করে দেখেন। বাহ্যিক বৈশিষ্ট্য, ডলফিনের মুখের অগ্রভাগের দৈর্ঘ্য এবং ডলফিনের খুলিতে দাঁতের অবস্থান পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হন যে কুঁজো ডলফিনের আসলে চারটি প্রজাতি রয়েছে। অস্ট্রেলিয়া উপকূলে যে নতুন প্রজাতিটি পাওয়া গেছে, সেটি কারো কারো নজরে এলেও কেউ বুঝতে পারেনি যে এটি একটি আলাদা প্রজাতির কুঁজো ডলফিন।
সম্প্রতি মলিকুলার ইকোলজি সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। নতুন এই প্রজাতিটি সনাক্তকরণের মাধ্যমে ডলফিনের এই প্রজাতিকে সংরক্ষন করা আরও সহজ হবে বলে রসেনবাম আশাবাদ বেক্ত করেন। ইতোমধ্যে আটলান্টিক এবং ইন্দো-প্রশান্ত অঞ্চলের কুঁজো ডলফিন জেলেদের অবাধ শিকারের কারণে যথেষ্ট হুমকির মাঝে রয়েছে।
তথ্য সূত্রঃ ইন্টারনেট
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক