কি লীলা দেখাইলো সর্প যুগলে……
রেজাউল হাফিজ রাহী
চোয়ালে চোয়াল,পানি থেকে দুই বা তিন হাত খানেক উপরে, শরীর দুটোকে অপূর্ব ভঙ্গিমায় বাঁকিয়ে, তাঁরা মজেছেন লীলায়। প্রেম বা কাম, যাই বলা হোক না কেন, প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্য দেখার সৌভাগ্য হবে ভাবিনি। এমন অপরুপ একটা দৃশ্যের স্বপ্নই দেখেছি অনেক দিন , অবশেষে একদিন স্বপ্নপূরণের এর দিন এলো ।
জুলাই মাসের ২৯ তারিখ সাল ২০১৩ইং , ১৯-রামজান দিন।শেষ বিকেলের আলো , তারপরেও গরমে অতিষ্ঠ ধরনী , সারাদিন দোকানে বক-বক করে গলা প্রায় শুকিয়ে কাঠ, হঠাৎ বন্ধু জুয়েলের ( আমরা ডাকি ব্লুটুথ জুয়েল বলে) নম্বর থেকে ফোন- দোস্ত তুই কোথায় আছিস ? চটজলদি চলে আয় টি.এন.ও অফিসে, দুইটা সাপ ড্যান্স কম্পিটিশন করছে!!!! আমার মাথায় যেন তৎক্ষণাৎ সাপ খেলা শুরু হলো, কোনমতে নিজেকে শান্ত করে বললাম, “বন্ধু তুই থাক আমি বাসা থেকে ক্যামেরা নিয়ে আসছি।ফোন পকেটে রেখে হোন্ডা নিয়ে দিলাম টান । বাসাথেকে ক্যামেরা ব্যাগ কাঁধে নিয়ে সোজা টি.এন.ও অফিসে হাজির । কিন্তু ততোক্ষণে ড্যান্স কম্পিটিশন শেষ……মনটা খারাপ হয়ে গেল।
অনেক খোঁজাখুঁজি করেও কোন ফল না পেয়ে বাসায় এসে ক্যামেরা ব্যাগ থেকে ক্যামেরা বের করে রেখে ফের দোকানের দিকে পা বাড়িয়েছি, এমন সময় আবার বন্ধুর নম্বর থেকে আবার ফোন – দোস্ত কোথায় আছিস ? তাড়াতাড়ি আয় দুইটা সাপ ফাইনাল ড্যান্স কম্পিটিশন করতেছে!!!! আবার পড়িমরি দৌড় আমার। শুধু জানিয়ে দিলাম লক্ষ রাখিস কেউ যেন ওদের বিরক্ত না করে , আমি আসছি।
আবারও বাসাথেকে ক্যামেরা ব্যাগ কাধে নিয়ে সোজা টি.এন.ও অফিসের পুকুর পারে । দুটো সাপ যেন দড়ির মতো পেঁচিয়ে রেখেছে কেউ। আহা কি সুন্দর নাচ তাও আবার কোন রকম বাদ্য বাজনা ছাড়াই, দেখেই আমার কলিজা ঠাণ্ডা ।কিছু ছবি দূর থেকে তোলার পর একটু কাছে থেকে ছবি তোলার জন্যে তাদের খুবকাছে চলে গেলাম। কিছু ছবিও তুললাম আড়াল থেকে, এত কাছ থেকে এত বড় আকারের সাপ আমি আগে কখনোও দেখিনি নিজ চোখে।আমার উপস্থিতি টের পেয়ে সাপ গুলো গভীর পানিতে চলে গেলো । এগুলো ছিল Rat Snake / দাঁড়াশ সাপ ।
সন্ধ্যার অন্ধকার প্রায় নেমে এসেছে ৫-৭ মিনিট পর মাগরিব এর আজান হবে। ক্যামেরা ব্যাগে প্যাক করে হোন্ডা নিয়ে দোকানে । ইফতার সাইরেন শুনে কোনরকম হাতমুখ ধুয়ে মুখে জল দিলাম , মুড়ি -বুট – বুন্দিয়া – জিলাপি যেন গলা দিয়ে নিচে নামছেই না আমার খুশি আর উত্তেজনায়। আগে ছবি গুলো দেখি তারপর অন্যকিছু । ছবি গুলো দেখে মনে হলো স্বপ্নে যা দেখেছি তার’চেও ভাল ছবি পেয়েছি … যদিও তখনও ঈদ এর ১০ দিন বাকি তারপরও ঈদ এর আনন্দ আমার সেদিনই………