কবুতর
কবুতর বা পায়রা এক প্রকার গৃহপালিত পাখি। প্রাচীন কালে কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হতো। কবুতর উড়িয়ে প্রতিযোগিতা প্রাচীন কাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে। গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম Columba livia। এটি ডমেস্টিকা পরিবারের অন্তর্ভুক্ত। কবুতরের খাবার হচ্ছে গম, চাল, কাউন, ধান, খুদ, চীনা সরিষা, ডাবলি, রেজা, বাজরা, বিভিন্ন বীজ ইত্যাদি। জঙ্গলী কবুতর ৫ বছর এবং গৃহপালিত কবুতর ১০-১৫ বছর বাঁচে। ৫-৬ মাস বয়স হলে স্ত্রী কবুতর ডিম দেয়। গড়ে প্রতি মাসে এক বার ডিম দেয়। বাচ্চা ২৫-২৬ দিন বয়স হলে খাবার উপযুক্ত হয়।
জাত বা ধরন গুলো কোন নির্দিষ্ট কিছু নয়। বিভিন্ন রং, বৈশিষ্ট্য, গুণাগুণ, চোখ ইত্যাদি এর উপর ভিত্তি করে নামকরণ বা জাত ঠিক করা হয়। সচরাচর লভ্য জাতগুলো হলোঃহোমার,গোলা, লাক্ষা, সিরাজী, গিরিবাজ ইত্যাদি ।
জুনায়েদ তানভীর ২৭/০৭/২০১৩
এনভাইরনমেনটমুভ ডেস্ক