কচ্ছপ: প্রকৃতির কোলে যারা……
কচ্ছপ রাতে সাগর থেকে উঠে আসে এবং নিরাপদ কোন জায়গায় বালিতে ডিম পাড়ে। ডিম পাড়া শেষ হলে সেই ডিম আবার বালি দিয়ে এমনভাবে ডেকে ফেলে যে কেউ বুজতেই পারবেনা এখানে গর্ত করে ডিম পাড়া হয়েছিল। একসাথে অনেকগুলি ডিম পড়ার পর মা কচ্ছপ আবার সাগরেই চলে যায়।
বালির গর্তে চাপা পড়া ডিম থেকে বাচ্চা বের হলে সেগুলি বালি খুঁড়ে খুড়ে মাটির উপড়ে আসে এবং আপনা আপনিই নিজের পথ চিনে নিয়ে আবার সাগরেই ফিরে যায় কারণ সাগরেই তাকে বড় হতে হবে জীবন কাটাতে হবে। আবার হয়ত কোনদিন ডাঙ্গায় আসবে যেদিন তার ডিম পাড়ার সময় হবে যদি সে স্ত্রী হয় নইলে হয়ত কোনদিন নয়।
ছবিঃ ইন্টারনেট
মাইন রানা