কক্সবাজারে সাগরের ভাঙনের মুখে ১০ গ্রাম
বর্ষার আগেই শুরু হওয়া ভারী বৃষ্টিপাত এবং সামুদ্রিক জোয়ারে সাগর উপকূলে ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় কয়েকটি বসতঘর ও বেশ কিছু ঝাউগাছ বিলীন হয়ে গেছে। ঢেউয়ের তোড়ে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙনের মুখে পড়েছে সাগরপাড়ের কলাতলী গ্রামও।
নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানি কালের কণ্ঠকে বলেন, ‘সাগর উত্তাল থাকায় এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে গত ২/৩ দিন ধরে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, চরপাড়া, বন্দরপাড়া, কুতুবদিয়াপাড়া, বাসিন্নাপাড়া, মোস্তাকপাড়া ও নাজিরারটেকসহ প্রায় ১০ গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর জোয়ারের পানিতে সয়লাব হয়ে যায়। এসব এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েন।’
এছাড়া দেশের বৃহৎ শুঁটকি মহাল ‘নাজিরারটেক শুঁটকি মহাল’-এ প্রচুর মাছ নষ্ট হয়ে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি-বেসরকারি সাহায্য কামনা করেছেন তিনি।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘সাগরের করাল গ্রাসে সমিতিপাড়ার অর্ধশতাধিক বসতঘর বিলীন হয়ে গেছে। ২ থেকে ৩ ফুট জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ভাঙনের কবলে পড়ে সৈকতের শত শত ঝাউগাছ বিলীন হয়ে অনেক বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। ইতোমধ্যে অনেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন।’
সমিতিপাড়া এলাকার রশিদ আহমদ বলেন, ‘প্রতি বছর বর্ষাকালে সাগর উত্তাল থাকলে আমাদের এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। কিন্তু এবার একটু আগে-ভাগেই ভাঙন শুরু হওয়ায় মানুষ আতংকিত হয়ে পড়েছে।’
সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ (২৮/০৫/২০১৩)
http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1256&cat_id=1&menu_id=118&news_type_id=1&index=0