উদ্বোধন হলো প্রাধিকারের অফিসিয়াল টি-শার্ট
শীতের মধ্যদুপুরে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকারের প্রথম ও একমাত্র অফিসিয়াল টি-শার্টের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ, এপিডেমিওলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়েম উদ্দিন আহমেদ, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুব এলাহি, সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কাওসার হুসাইন সহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রাধিকারের সকল সদস্যরা।
সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়ের সঞ্চালনায় টি-শার্টের প্রচারণামূলক ফটোশুটের অংশবিশেষ দেখানো হয়, এসময় তিনি টি-শার্টের সহকারী ডিজাইনার এবং প্রাধিকারের জনসংযোগ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ তাপাদারকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সৌজন্য টি-শার্ট হাতে তুলে দেন সভাপতি রাহুল দাস তালুকদার, যুগ্ম সম্পাদক মিথুন দাশ, জনসংযোগ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ তাপাদার, কোষাধ্যক্ষ আকাশ খাসনবীশ, বন্যপ্রানি বিষয়ক সম্পাদক নূপুর ধর, মানবসম্পদ বিষয়ক সম্পাদক বিশ্বজিত ভৌমিক এবং আজিম হোসেন অভি, আইন বিষয়ক সম্পাদক ইফাত আরা বিপাশা।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্যেখ করেন “টি-শার্ট একটা সংস্থার পরিচয় বহনে বিশেষ ভূমিকা পালন করে। আমি আশা করি এটি শুধু প্রাধিকার নয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ও পরিচয় বহন করবে” তিনি প্রাধিকারের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং প্রাধিকারের এই প্রয়াস চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
সভাপতি রাহুল দাস তালুকদার তার বক্তব্যে টি-শার্টের জন্য প্রাধিকারের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সভার ইতি টানেন।
টি-শার্টের শুভেচ্ছা মূল্যঃ
প্রাধিকার সদস্যঃ সৌজন্য কপি
সিকৃবি ছাত্র/ ছাত্রী ২৫০ টাকা
সিকৃবি বহির্ভূতঃ ৩০০ টাকা
টি-শার্ট টি কিনতে যোগাযোগ করুন :
জয় প্রকাশ রায় : ০১৭২৩৪০৯৭০৮
আকাশ : ০১৭৪৬৮৬৩৮৪৪
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক