উত্তর মেরুতে ওজোন স্তরে পরিবর্তন
তাপমাত্রায় শীতলতা, ক্লোরিনের উপস্থিতি ও অপরিবর্তনশীল বায়ুমণ্ডলের কারণে উত্তর মেরু (সুমেরু) অঞ্চলের ওজোন স্তর ২০১১ সালে তুলনামূলক পাতলা হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নতুন গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
নাসার বিজ্ঞানী সুসান স্ট্র্যাহান বলেন, কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) পর্যবেক্ষণে গত ৩০ বছরের মধ্যে ২০১১ সালটি ছিল ব্যতিক্রম। কারণ, ওই বছরের মার্চ পর্যন্ত ওজোন স্তরের ঘনত্ব ছিল অন্যান্য বছরের তুলনায় ২০ শতাংশ কম। মূলত চরম ঠান্ডা, দূষণ (ক্লোরিন) ও অস্বাভাবিক শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রভৃতি কারণে সুমেরুর ওজোন স্তর পাতলা হয়ে আসে। তবে অ্যান্টার্কটিকা অঞ্চলের তুলনায় সুমেরুর ওজোন স্তরের ঘনত্ব এখনো বেশিই রয়েছে।
জার্নাল অব জিওগ্রাফিক্যাল রিসার্চ—অ্যাটমোস্ফিয়ার সাময়িকীতে ওই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সুমেরুর ওজোন স্তর ২০১১ সালের এপ্রিলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এটি আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা কম। সেখানকার জলবায়ুতে ক্ষতিকর ক্লোরোফ্লোরো কার্বনের (সিএফসি) উপস্থিতিও কমে যাচ্ছে। তাই ওজোন স্তর ধ্বংসের আশঙ্কাও কমেছে। লাইভসায়েন্স।
http://www.prothom-alo.com/date/2013-03-13