আশ্চর্য সামাজিক পাখি ফ্লেমিঙ্
পৃথিবীতে প্রাণীজগতের অনেক প্রজাতি খুবই আশ্চর্য রকমের সামাজিক। পাখিদের মধ্যেও সামাজিক বৈশিষ্ট্য দেখা যায়। এর মধ্যে ফ্লেমিঙ্গ অন্যতম। এদের এক একটা দলে হাজার হাজার সদস্য থাকে। মূলত তিনটি কারণে তারা এত বিশাল দলে বাস করে। ১) শত্রু শিকারি প্রাণীদের হাত থেকে বাঁচা ২) খাবার এর প্রাপ্যতা ও সমতা রক্ষা ৩) ভালো বাসা বানানোর জায়গার সংকট দূর করা।
ফ্লেমিঙ্গদের একটা অলৌকিক ক্ষমতা আছে বলে আমার মনে হয়। এত বিশাল ঝাঁকের মধ্যে তারা প্রেম করে জোড়া বাঁধে এবং ঠিক ঠিক সঙ্গীকে বেছে নেয়। মা ডিম পাড়ার জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেয়। বাসায় ডিম পারে এবং তা দিয়ে বাচ্চা ফুটায়। এই সব কাজের সময় এই বিশাল ভিড়ের মাঝে তারা ঠিক ঠিক তাদের বাসা, তাদের বাচ্চা, তাদের জোড়া কে কোন প্রকার ভুল ছাড়াই খুঁজে পায়। কোন ভুল হয় না!!!!
দক্ষিণ আমেরিকা, মেক্সিকো, আফ্রিকা, এশিয়ায় এদের বসবাস। সামুদ্রিক চিংড়ি ও নীলাভ সবুজ শৈবাল এদের প্রধান খাবার।
মাইন রানা