আগামী শতাব্দীতে আরও উষ্ণ হবে পৃথিবী !!!
পৃথিবীর গড় তাপমাত্রা ২১০০ সালের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। লাগামহীন মাত্রায় জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিই এর মূল কারণ। যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক দা গার্ডিয়ান পত্রিকায় এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৩১ ডিসেম্বর।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন শেরউডের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক গবেষণায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এই ভবিষ্যৎবাণী উঠে আসে। প্রফেসর শেরউডের মতে, গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রতিরোধ না করতে পৃথিবীর গড় উষ্ণতা বিপজ্জনক মাত্রার চেয়েও দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত, মেঘের পরিবর্তনের ধরন বিশ্লেষণ করে গবেষকেরা তাপমাত্রা বৃদ্ধিসংক্রান্ত ভবিষ্যদ্বাণীটি করেছেন।গবেষকরা দাবি করছেন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘ গঠনের পরিমাণ কমতে থাকবে, এতে পৃথিবী থেকে বেশি পরিমাণে সূর্যালোক প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাবে। ফলস্বরূপ বাড়বে পৃথিবীর গড় তাপমাত্রা।