অতি বিপন্ন সোনালি বিড়াল

বাংলাদেশে আট প্রজাতির বন্য বিড়ালের বাস । মাঝারী আকৃতির বন্য বিড়াল প্রজাতির মধ্যে সোনালি বিড়াল (Asian golden cat) বড় ।
দেহের রঙ সোনালি বাদামী থেকে লালচে বাদামী । বুক পেটের নিচের দিকটা সাদাটে ।গলা ও নাকের উপর হতে কানের মাঝখানে সাদা ও কালচে রেখা আছে । নাকের দু পাশে এবং চিবুকে সাদা রেখা আছে । শরীরের তুলনায় পা আকারে খাটো । মাথা হতে দেহের মাপ – ৬৬ থেকে ১০৫ সেমি. লেজ লম্বা ৪০ থেকে ৫৭ সেমি । golden biral

সোনালি বিড়াল অন্য সব বন্য বিড়ালের-মত নিশাচর । রাতের বেলায় ঘোরাফেরা ও শিকার করে । ছোট প্রাণী খরগোশ , ছোট হরিণ , ছাগল এমনকি গরুর বাচ্চাও শিকার করে খায় । সোনালি বিড়াল শুকন চিরসবুজ বন , মিশ্র-বনে বাস করে । এরা টেরাটরিয়াল প্রাণী । নিজ এলাকা গন্ধযুক্ত তরল ছিটিয়ে বা গাছে নখের আঁচড়ের দাগদিয়ে চিহ্নিত করে । এদের প্রজনন মৌসুম সম্পর্কে সঠিক তথ্য জানা নেই । তবে সোনালি বিড়াল ৭৮ থেকে ৮০ দিন গর্ভ ধারণ করে ।গাছের ফোঁকর অথবা পাহারের গুহা বা গর্তে বাচ্চা দেয় । ১ থকে ৩ টি পর্যন্ত বাচ্চা হয়ে থাকে । স্ত্রী সোনালি বিড়াল ১৮ থেকে ২৪ মাসে এবং পুরুষ সোনালি বিড়াল ২৪ মাসে প্রজনন ক্ষম্য হয় ।বন্দীদশায় সোনালি বিড়াল ১২ বছর পর্যন্ত বাচার প্রমাণ আছে ।

সোনালি বিড়াল বাংলাদেশের পাহাড়ীবনে (চট্টগ্রাম) বাস করে । তবে এদের সংখ্যা খুবি কম ।অনেকের ধারনা সোনালি বিড়াল বিলুপ্তির শেষ প্রান্তে । IUCN এর তালিকায় Critically Endangered (CR) ।

অতি বিপন্ন সোনালি বিড়ালের প্রধান হুমকি বাসস্থান ধ্বংস সেই সাথে সোনালি সুন্দর চামড়ার লোভে চোরা শিকার ।

লেখা – ঋজু আজম
ছবি – ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics